শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি
“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সানশাইন / শাহ্জাদা মিলন