আ’লীগ নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু’র বাড়িতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডোবলু সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু।
সমাবেশে বক্তারা বলেন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু শৈশব থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, আদর্শ ধারণ করে তিলে তিলে বেড়ে উঠা একজন সংগঠক। আমরা জানি না, আততায়ী কেন আতিকুর রহমান কালুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি তার বুক বরাবর বর্ষণ করেছে! যেভাবে গুলি চালানো হয়েছে, গুলি বুকে বিদ্ধ হলে আজ হয়ত প্রতিবাদ সমাবেশের পরিবর্তে আতিকুর রহমান কালু’র জানাযার নামাজ পড়তে হতো। কিন্তু সৌভাগ্য আতিকুর রহমান কালু সৃষ্টিকর্তার অসীম কৃপায় বেঁচে গেছেন। সন্ত্রাসীদের পুলিশী হেফাজতে নিয়েছে, আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই। শুনেছি, ঐ সন্ত্রাসীরা আতিকুর রহমান কালুকে চিনে না। তবে প্রশ্ন জাগে কেন এই হত্যার চেষ্টা? আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই, যেন এর গুরু রহস্য বা এর পেছনে আরো কারা জড়িত এবং কি উদ্দেশ্যে এহেন হীন, জঘন্য ও ন্যাক্কারজনক কর্মকান্ড পরিচালনা করেছে। তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ জানাই তারা যেন আইনী প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড নিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, আইন বিয়ষক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আব্দুল সালাম, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ