নিখোঁজ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী নগরী থেকে এক কিশোরী নিঁখোজ হয়েছে। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, রোববার সকালে মুসতাহিনা ছিদ্দিকা সুবর্ণা (১৫) মায়ের সাথে নগরীর বালিয়াপুকুর থেকে রেশমবোর্ড অফিস এলাকায় বেড়াতে যায়। সেখান থেকেই সুবর্ণা নিঁখোজ হয়।
নিঁখোজের সময়ে তার পরনে ছিল খয়েরী রং এর বোরখা। ইতিপূর্বেও যে টাঙ্গাইল জেলার সখিপুর থানার সখিপুর গ্রামের আঃ সবুরের ছেলে মো. লিখন নামের ছেলের সাথে মোবাইলে যোগাযোগ করে পালিয়ে যায়। তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৫:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর