সর্বশেষ সংবাদ :

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি কর্মী নুরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানী তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা কৃষকদলের আয়োজনে শহরের রেলস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, বিএনপি নেতা ওবায়দুর রহমান সুইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৫:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর