বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালি মেহেদী হাসান। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে সকালের সার্কিট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সহকারী উপ-পরিচালক গওছোল আজমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পরিবারের পাশাপাশি এই শিশুদের সঠিক পরিবেশে গড়ে তুলতে সমাজকর্মীদের ভূমিকার কোন বিকল্প নেই। শিশুদের সুরক্ষায় সমাজকর্মীদের আরও বেশি গুরুত্ব প্রদানের আহ্বান জানান বক্তারা।
এসময় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগি এবং শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।