শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক আতিকুর রহমান কালুর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী চেম্বার কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি।্র রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী মহলের পক্ষ হতে এহেন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরূদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে।
ভবিষ্যতে কোন ব্যবসায়ীকে যেন এরূপ সন্ত্রাসীর ঘটনার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।