শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ পেয়েছেন, ৬ সাংবাদিক। রবিবার তাদের সদস্যপদ গ্রহণের দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য পদ প্রাপ্তরা হলেন, দৈনিক আমার সংবাদ ও নিউনেশনের আজিজুর রহমান শিশির, প্রতিদিনের সংবাদের অলিউজ্জামান রুবেল, আরটিভি ও দৈনিক খোলা কাগজের আব্দুর রব নাহিদ, মোহনা টিভি ও আজকের পত্রিকার তারেক রহমান, ডিবিসি নিউজের জহরুল ইসলাম, আমাদের নুতন সময়ের আসাদুল্লাহ ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন দিলু, মাহবুবুল আলম, আমিনুল ইসলাম। উল্লেখ্য, এর আগে গত ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।
সানশাইন/তৈয়ব