রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজশাহীতে বাসের ভাড়া না বাড়লেও লোকসানের আশঙ্কায় অনেক মালিক বাস বন্ধ করে রেখেছেন। যেসব বাস চলছে, সেগুলোতে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। মালিকেরা বাসের নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছেন।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার সকালে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক বাস টার্মিনালের ভেতরে রাখা আছে। টার্মিনালের সামনে সড়কেও বাস রাখা হয়েছে। এসব বাস ছাড়া হচ্ছে না। তবে কিছু বাস এখনো এখান থেকে যাত্রী নিয়ে ছাড়ছে। লোকাল ও আন্ত:জেলা রুটের অনেক বাস না চললেও দূরপাল্লার বাসগুলো স্বাভাবিক চলছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে অনেক বাস চলছে না। এখন অল্প কিছু বাস চলছে। তবে যেসব বাস চলছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মালিকপক্ষ কী করবে এখন তাদের ব্যাপার।’
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘তেলের দাম অনেক বেড়েছে। আগের ভাড়া অনুযায়ী এখন গাড়ি চালালে লোকসান হবে। তাও কিছু বাস চলছে, কিছু বন্ধ রয়েছে। আমরা সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছি। নিজেরা তো ভাড়া বাড়াতে পারি না। এটা সরকার নির্ধারণ করে।’
মতিউল হক টিটো আরও বলেন, ‘ছুটির দিনে রাতের বেলা ভাড়া বাড়ানো হয়েছে। আজও ছুটি। সে কারণে আমরা একটু অপেক্ষা করছি। ঢাকায় ভাড়া নির্ধারণ বিষয়ে মিটিং হবে। তার পরই হয়তো ভাড়া বাড়বে। ভাড়া বাড়িয়ে দিলে পরিবহনে তেলের মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না।’