শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫০ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ছেলোয়ার হোসেন (৪০) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে জুয়েল হোসেন (৩৫)।
জানা যায়, ধৃত ছেলোয়ার হোসেন শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের তার নিজ বাড়ির সামনে রাস্তার উপরে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ছেলোয়ার হোসেনের কাছে তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা এবং জুয়েল হোসেন নামে আরেক ব্যক্তি দৌড়ে পালানোর সময় তার কাছে থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।