শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আদিল হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার যোগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিল ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের ওই গ্রামের আলেপ হোসেনের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে পরিবারের বরাতে তিনি জানান, ‘বাড়ির মধ্যে খেলছিল শিশু আদিল। এক পর্যায়ে বারান্দায় চার্জে থাকা অটো ভ্যানের তারে হাত স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে, চিকিৎসক শিশু আদিলকে মৃত ঘোষণা করেন’।