শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাব- গঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বুধবার সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টটরেট ইংলিশ স্কুল ও শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, ৩নং সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাল্যবিয়ে ও করোনা ভাইরাস প্রতিরোধ, শিক্ষার্থীদের বিশুদ্ধ পানিপানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অসুবিধা আছে কিনা, শ্রেণিকক্ষে পাঠদানের মান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি প্রতিষ্ঠানগুলোতে হাত ধোয়ার জন্য সাবান, নেইলকার্টার ও মাস্ক বিতরণ করেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।