শনিবার, ২০শে আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির এমসিকিউ পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। ‘এ’ ইউনিটের কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা, নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১২ আগস্ট সকাল ৯-১০ টায় এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট ১১-১২ টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ৭ আগস্ট জানানো হবে।