শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মনোয়ারুল ইসলাম রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাঁটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গ্রামের বাড়ির পাশেই একটি পুকুরে মাছ চাষ করতেন রাশেদ। মাছের খাবার দিতে পুকুরে নামলে পুকুর ঘাটে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে আশপাশের লোকজন রাশেদকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্য মনোয়ারুল ইসলাম রাশেদ কাঁটাবাড়ি গ্রামের আব্দুর সাত্তারের পুত্র।