শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় সরাইগাছি মহাদেবপুর রাস্তার শিশা বাজার এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় রাস্তার পাশের গাছ উপড়ে মাথায় পড়ে শামীম রেজা (৩৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি বেসরকারি কীটনাশক কোম্পানী ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেডের নওগাঁ এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। নিহত শামিম রেজা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, তিনি বুধবার বিকালে উপজেলার সারাইগাছী মোড় থেকে কোম্পানীর কাজ শেষে মোটরসাইকেল যোগে নজিপুরে যাচ্ছিলেন। এসময় বৃষ্টি এবং সামান্য ঝড় হচ্ছিল। এর মধ্যই তিনি ওই স্থানে পৌঁছলে রাস্তার পাশের মরা কাঠের গাছ উপড়ে তার মাথার উপরে পড়ে। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একইদিন সন্ধায় স্থানীয়রা মৃত্যু অবস্থায় তার লাশ উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।