সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে অনৈতিক কর্মকান্ডের বিরোধে হত্যা, ৬ দিনপর গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা মামলায় আবু জিয়াদ ওরফে জিয়াদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জিয়াদ মিয়া উপজেলার কুড়িগ্রাম জেলার চীলমারি থানার পূরব মাচবান্দা গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গত ২৭ জুলাই উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজারের উত্তরে কোচপুকুরিয়া নামক স্থানে গভীর রাতে মর্জিনা (৩৮) নামে এক নারী খুন হয়। এরপর ২৮ জুলাই নিহতের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাত নামে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পরেই তদন্তে নামে পুলিশ। এই প্রেক্ষিতে বুধবার গভীর রাতে মুরইল বাজার এলাকা থেকে আসামী জিয়াদ মিয়ার ভগ্নিপতি সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে তিনি বলেন, মর্জিনা ও তার মধ্যে অনৈতিক কর্মকান্ডে টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মাঠে ফেলে রেখে যান।

ওসি আরও জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ | সময়: ৮:৩২ অপরাহ্ণ | সানশাইন