শুক্রবার, ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহী মুন্ডুমালা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসন (ডিসি) আব্দুল জলিল। বুধবার সকাল ১০ ঘটিকার সময় তিনি প্রথমে মুন্ডুমালা পৌরসভায় পরিদর্শনের আসেন। এ সময় পৌর সভার পক্ষে ডিসিকে গোলাপ ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পৌর মেয়র সাইদুর রহমান।
ডিসির সঙ্গে ছিলেন স্থানীয় সরকারে উপ-পরিচালক (ডিডিএলজি) সাহানা আক্তার জাহান, তানোর উপজেলা নির্বাহী অফিসার পংস্কজ চন্দ দেবনাথ প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুল জলিল পৌরসভায় প্রায় এক ঘণ্টা ছিলেন। তিনি পৌর সভার বিভিন্ন সমস্যার ও সার্বিক বিষয়ে খোজখবর নেন। ডিসি মহোদয়কে সার্বিক তথ্য প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, পৌর প্রকৌশলী মনিরুল ইসলাম এবং নাজমুল হাসান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র, সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সকল তথ্য উপাদি সঠিক ভাবে পেয়ে সন্তোষ প্রকাশ করে মেয়র সাইদুর রহমানের দক্ষতার প্রশংসা করেন তিনি। পৌর সভার আয় বাড়ানোর পরামর্শ দিয়ে পৌর সভার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ডিসি আব্দুল জলিল।
পরে তিনি মুন্ডুমালা সরকারী হাইস্কুল সহ উপজেলার আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন বুধবার বিকাল পর্যন্ত।
মুন্ডুমালা পৌরসভা