বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে এক কিশোর সহ দুইটি গরুর মৃত্যু হয়েছে। মৃত কিশোর উপজেলার কৃষ্ণপুর ইউপির চকগোবিন্দ গ্রামের এছার আলীর দ্বিতীয় সন্তান মাহাবুব হোসেন মিরাপুর নামক স্থানে গরু চরাতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন।
জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে মৃত মাহাবুব গরু চরানোর সময় বজ্রপাতে দুইটি গরু সহ সে বজ্রপাতে মারা যায়। তার অকাল মৃত্যুতে আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
বিষয়টি কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ নিশ্চিত করেছেন।