সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে আইয়ুব আলী প্রধান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী প্রধান কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর হক প্রধানের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, নিহত আইয়ুব আলী প্রধান জয়পুরহাট শহর থেকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হিচমী বাজার এলাকায় একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হয়।
সানশাইন/তৈয়ব