ট্রেনের ধাক্কায় মটরসাইকেল চূর্ণ, লাফিয়ে বাঁচলো চালক

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জয় হোসেন (২৫) লাফ দিয়ে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনাটি পৌর সদরের হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিংয়ে ঘটেছে। তিনি হাস্তাবসন্তপুর গ্রামের মো. ডবলো হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টা ১৪ মিনিটে আক্কেলপুর রেল স্টেশনের অদুরে দক্ষিণ দিকে ২ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রবেশের সময় হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কিছু দুর নিয়ে যায়। এসময় তাৎক্ষনিক চালক জয় হোসেন লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বেঁচে যাওয়া জয় হোসেন বলেন, ‘আমি রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। ট্রেন আসার বিষয়টি আমি লক্ষ্য করিনি। লাফ দিলে মহান আল্লাহ আমাকে রক্ষা করেছেন’।
প্রত্যক্ষদর্শী আবিদুর রহমান বলেন, ‘আমি স্টেনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে দুর্ঘটনাটি ঘটে’।
আক্কেলপুর রেল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ১৩ টা ১৪ মিনিটে ২ নম্বর লাইনে প্রবেশের সময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। অসাবধানতা ভাবে পারাপারের কারণে ঘটনাটি ঘটেছে। এতে ট্রেনের কোন ক্ষয়ক্ষতি হয়নি’।


প্রকাশিত: আগস্ট ৩, ২০২২ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ