শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবককের মৃত্যু ঘটেছে। বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম মজিদুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার তার স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন যুবক মিলে তাস দিয়ে জুয়া খেলা শুরু করে। খেলা শেষে প্রতিপক্ষ একই এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া (৪২) মজিদুলকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী ও মজিদুলের সহযোগী তৈয়ব আলী দ্রুত আহত যুবককে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে তার অবস্থার অবনতি ঘটলে ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন।