রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৫শ’ ৪২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে আজমতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৩)।
সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জে লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৫শ’ ৪২ পিস ইয়াবাসহ নজরুলকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
সানশাইন/তৈয়ব