শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টারঃ
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এই দাবি জানিয়ে মঙ্গলবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
দুপুরে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি জমা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়া মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সানশাইন/তৈয়ব