সর্বশেষ সংবাদ :

মোহনপুরে ৯৬ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার

 

মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল মাদকদ্রব্য ও এ্যালকোহলসহ ১ জন নারীকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ আগষ্ট) মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের দিক নিদর্শনায় এসআই ইব্রাহিম খলিলুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ধোরসা গ্রামের মৃতঃ রেজান প্রাং এর মেয়ে রোকেয়া বেগমের (৬১)  বাড়ি সংলগ্ন খাবার পিঠা তৈরী দোকান ঘর হতে তাহার নিজ হেফাজতে রাখা ৯৬ বোতল মাদকদ্রব্য  তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: আগস্ট ২, ২০২২ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine