শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: চলমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য সংশ্লিষ্টদের ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানোসহ চারটি নির্দেশনা দেয়া হয়েছে।
সোমাবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনাগুলো হলো- সকল বিভাগ, হল, দপ্তর ও অফিস সমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, গাড়ীর জ্বালানী সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সিলিং হতে ২০ শতাংশ হ্রাস করতে হবে, যে সকল সভা বা অনুষ্ঠান অনলাইনে ভার্চুয়ালি করা সম্ভব সেগুলো স্বশরীরে আয়োজন পরিহার করতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণের এয়ারকন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস নির্ধারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিভাগ, হল, দপ্তর ও অফিস প্রধানগনকে নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়।