শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বনপাড়া পৌরসভার চক নটাবাড়িয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ছলিম উদ্দিন চক নটাবাড়িয়া গ্রামের মৃত লইমুদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ছলিম বাড়ির পাশের বিলে জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।