বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের লোডশেডিং ও জ¦ালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শাহীবাগ (বালিগ্রাম) এলাকায় এ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুািষ্ঠত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি শামসুজ্জোহা খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক বাবর আলী, নাচোল উপজেলা বিএনপির আবু তাহের খোকন, গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, শ্রমিক দলের রিপন, ছাত্রদলের ইউসুফ রাজাসহ অন্যরা।