রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টায় প্রকাশিত হবে। সোমবার (১ আগস্ট) দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টায় মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে আশা করছি। এবার এই ইউনিটের পাসের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। অন্য বছরের তুলনায় আমরা এবার একটু সময় নিয়ে দেখছি। ফলাফল পুনঃপরীক্ষা করা হচ্ছে, যাতে করে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তি”ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপ¯ি’তির হার ছিল ৮৮ শতাংশ।