বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পলাশ উদ্দিন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (৩১) জুলাই বেলা ১১টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ উদ্দিন (২৬) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের মৃত সামসু আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে সিটিরহাট এলাকায় দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ নামের এক যুবক গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।