শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীর উজানপাড়া গ্রাম থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি দল। গ্রেপ্তার শাহাদাৎ হোসেন (২০) উজানপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে।
শনিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার পর পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয়েছে।