সর্বশেষ সংবাদ :

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্ময় সভা রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক।
অনুষ্ঠানে পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারি কমিশনার(ভুমি) মাহমাদুল হাসান। উপজেলা চেয়ারম্যান বাবু শ্রী অনীল কুমার সরকারের অসুস্থ্য জনিত অনুপস্থিতির কারণে সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আজাহার আলী, মকবুল হোসেন, আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, আহসান হাবিব, ডিএম শাফিকুর রহমান শাফিক প্রমূখ।
সভয় বাগমারা মেডিকেলের অব্যবস্থাপনায় চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গেপড়া, তরুন ও যুবসমাজের অবক্ষয় রোধে বছরব্যাপী ক্রীড়া ও কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা, উপজেলা দিঘী সংস্কার করে সাঁতার প্রশিক্ষনের ব্যবস্থা করা, ভবানীগঞ্জ বাজারের সৌন্দর্য বৃদ্ধি যানজট নিরসন ও রাস্তা প্রশস্থকরণ, অসম্পর্ণ প্রাইমারি স্কুলের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ সহ প্রভৃতি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।


প্রকাশিত: আগস্ট ১, ২০২২ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ