শুক্রবার, ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রামের মৃত জেনা উরাও এর ছেলে বীর মুক্তিযোদ্ধা পিরুয়া উরাও (৮৫) আর নেই। শনিবার দুপুর একটায় নিজ বাড়ীতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত পিরুয়া উরাও অন্ত্যেষ্টিক্রিয়া রবিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বাঐচন্ডি পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, নিয়ামতপুর থানার ওসি তদন্ত ফইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবাস চন্দ্র ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।