সর্বশেষ সংবাদ :

বাগমারায় দলিল লেখক সমিতির নেতৃত্বে আবারো অহিদুল ও শামীম মীর

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতিরি নির্বাচনে আবারো অহিদুল ইসলাম সভাপতি, আসাদুল ইসলাম শামীম মীর সাধারণ সম্পাদক ও ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে আনুষ্ঠানিক ভাবে ১৩ সদস্যের এই কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্যরা হলেন সহসভাপতি আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক নাজমুল হক, সহ সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য নইমুদ্দিন, আফজাল হোসেন, আমজাদ হোসেন, শাহীনুর রহমান, মকলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম সাঁই। কমিটি ঘোষণা কালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক। এসময় সমিতির সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামি পাঁচ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এর আগের মেয়াদেও এই কমিটি দায়িত্ব পালন করেছে। নব নির্বাচিতরা জানান, দলিল লেখকদের নিয়ে তাঁদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।


প্রকাশিত: আগস্ট ১, ২০২২ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ