রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় সরকারি প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সিএমইএস দামকুড়া ইউনিটের গার্লস ইন্সপ্যায়ার প্রজেক্ট’র আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। মতবিনিময় শেষে ফ্যাশন, কম্পিউটার ও ভার্মিজ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য, সিএমইএস দামকুড়া ইউনিটে প্রতিনিয়ত ১৫-৩৫ বছর বয়সের নারী ও পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে এখন ক্ষুদ্র উদ্যাক্তা এবং স্বাবলম্বি হয়েছেন।