বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুজ্জামান আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংসদ সদস্য নাছির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য কেএম সাইফুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আ কা ফজলুল হক, আলহাজ্ব শহীদুল আলম শহীদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার।