রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা ভিত্তিক একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহ্ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।