বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের নবনির্বাচিত পরিষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর আলীসহ অন্যরা। শেষে নবনির্বাচিত পরিষদ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।