মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বৃক্ষ রোপণে প্রকৃতি-পরিবেশ-আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ শেষ হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রেনাথ উরাঁও এর সভাপতিতে সমাপনী দিনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, হারুনুর রশিদসহ অন্যান্যরা।
আলোচনাসভা শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর প্রথম, দ্বিতীয় তৃতীয় ও অংশগ্রনকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।