অনাকাঙ্ক্ষিত ‘ফিফটিতে’ রুবেলের পাশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: খরুচে বোলিংয়ে আরও একবার রান দেওয়ার ফিফটি করলেন মুস্তাফিজ। বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে পাওয়ার প্লেতে বল করে ৮ রানে নেন ১ উইকেট। পরের ওভারে ৯ রান দিয়ে নেন আরেকটি উইকেট। কিন্তু শেষ দুই ওভারে এলোমেলো বোলিংয়ে এত রান গুনলেন যে স্পর্শ করে ফেললেন তিনি রান দেওয়ার ফিফটি!
এবারই প্রথম নয়, টি-টোয়েন্টিতে রান দেওয়ার ফিফটি আগেও করেছেন মুস্তাফিজ। এবার তিনি স্পর্শ করলেন বাংলাদেশের রেকর্ড। এমন রেকর্ড, যা চায় না কেউই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার হারারেতে ৪ ওভারে ৫০ রান দেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বার এক ম্যাচে পঞ্চাশ রান গুনলেন বাঁহাতি এই পেসার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ম্যাচে রান দেওয়ার ফিফটি তিনবার করেছেন আর কেবল রুবেল হোসেন।
আগের দুই দফায়ই মুস্তাফিজের এই দুঃসহ অভিজ্ঞতা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুটিই ২০১৮ সালে এবং দুই ম্যাচেই ঠিক ৫০ রান গুনেছিলেন এই ম্যাচের মতোই। প্রথমটি ছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে, পরেরটি মিরপুরে। রুবেল ও মুস্তাফিজের পাশে নাম উঠতে পারে মোহাম্মদ সাইফ উদ্দিনেরও। বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান দেওয়ার ফিফটি করেছেন তিনি। দুইবার এই অভিজ্ঞতা আছে অবসরে চলে যাওয়া মাশরাফি বিন মুর্তজারও।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডও এ দিন স্পর্শ করেন মুস্তাফিজ। গত জুলাইয়ে এই হারারেতেই ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন সাইফ উদ্দিন।


প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ৪:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ