শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে আরএমপি শাহ্মখদুম থানা পুলিশ। শনিবার সন্ধায় গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানায় আরএমপি।
গ্রেপ্তারকৃরা হলো, সোনারুল (৩৮) ও সাইদুর রহমান (৪২)। সোনারুল রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানার পবা নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ও সাইদুর রহমান একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ২৯ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে শাহ্মখদুম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই জাহিদ হাসান ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে।
সংবাদের পরিপেক্ষিতে থানা পুলিশের ওই টিম পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে সোনারুল ও সাইদুরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি তলোয়ার, দুইটি রামদা ও দুইটি জিআই পাইপ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।