শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক কবীর তুহীনের শাশুড়ি সারাবান তহুরা নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ রোববার সকাল ১১টা আথবা দুপুরে বাদ জোহর নামাজের পরে রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।
সারাবান তহুরার মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।