বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হয়েছে উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার বিকেলে উপজেলার জোনাইল বাজারে উপজেলা সেচ্ছাসেবকলীগ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি অসিত দেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান হারেস, সম্পাদক নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, যুব মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সর্দার।