শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এক যুবককে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাত সারে আটটার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যুবকের নাম মিলন বাবু (৪০)। তিনি উপজেলার চকপাড়া গ্রামে জাঁন মোহাম্মদ প্রামানিকের পুত্র।
মিলন বাবু বলেন, আমি ভেকু মেশিন আনা নেওয়ার জন্য গাড়ী (লবিট) ভাড়া দিয়ে থাকি। গুরুদাসপুর উপজেলার নওপাড়া এলাকার মমিন আলীর (৪৫) কাছে মৌখাড়া বাজারে গাড়ী ভাড়ার টাকা চাইতে যাই। দির্ঘদিন টাকা না দেওয়ার কারন জানতে চাইলে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পিছন থেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকারে স্থানীয় কিছু ব্যাক্তি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মমিন আলী বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। টাকা ছিনতাই বা মারপিটের কোন ঘটনা ঘটে নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।