শনিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেলা খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমেলা খাতুন মল্লিকপুর গ্রামের কাঁচু মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে রমেলা বেগম নিজেদের বরজ থেকে বিক্রি করার জন্য পান সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। পরে সেগুলো বাছাই করার আগে ঘর থেকে টেবিল ফ্যান এনে তাতে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।