বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার জন ও ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবাসহ আদমদীঘির তেতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের কাসেম প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিককে (৩৬) এবং মাদক সেবনের দায়ে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা (২৭), একই গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০), সোলেমান প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) ও নশরতপুর ইউনিয়নের পুশিন্দা গ্রামের সিরাজুল হকের ছেলে সেলিম সরকার (৫৩)। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারকৃত শ্যামলকে ৮পিস ইয়াবাসহ এবং চার জনকে মাদক সেবনের সময় গ্রেফতার করা হয়েছে।