সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট উত্তোলন ফি প্রদানে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে ডাচ্ বাংলা ব্যাংকের সাথে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য কনফারেন্স কক্ষে চুক্তিটি সম্পন্ন হয়।
এই চুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সার্টিফিকেট, মার্কসিট ও অন্যান্য সনদ বিশ্ববিদ্যালয় কর্তৃক উত্তোলন এর জন্য যে ফি প্রদান করতে হবে, এখন থেকে সকল শিক্ষার্থী /প্রাক্তন শিক্ষার্থী ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা জমা না দিয়ে রকেটের মাধ্যমেই পেমেন্ট করতে পারবে এবং খুব সহজেই সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন।
চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন, রকেটের রিজনাল ম্যানেজার এস এম শহিদুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জনাব ফজলুল কবির , এরিয়া ম্যানেজার জাহিদ হাসান, বিলপের গোলাম রাফসান জানি।