বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে আলোবিহীন ভটভটির ধাক্কায় আরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আগ্রাণ বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার বনপাড়া পৌরসভর সর্দারপাড়া মহল্লার আনসার আলীর ছেলে। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন। তার দুই বছর ও ১০ মাস বয়সের দুটি শিশু সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে আরিফ ও তার সঙ্গী মোটরসাইকেল যোগে যাওয়ার সময় আগ্রান বাজার এলাকায় স্কয়ার টয়লেট্রিজের পণ্য ডেলিভারির আলোবিহীন ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আরিফ মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।