বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। দেশে গত একদিনে আরও ৬১৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৬১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৮৭২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।
নতুন শনাক্ত ৬১৮ জনের মধ্যে ৩০৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ছিল ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন। তাদের দুজন পুরুষ, দুজন নারী। তাদের তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।