বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি ডেল্টা-২১০০ পরিকল্পনা গ্রহণ করেছে। শেখ হাসিনা যে প্ল্যান করছেন, সেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মাধ্যমে দেশে উন্নয়নের যে ধারা দিয়েছেন, সেই ধারা আমরা অব্যাহত রাখবো।
বুধবার নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালপুর ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, সকল উন্নত গণতান্ত্রিক দেশে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। সেইভাবেই বাংলাদেশের নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক, নির্বাচন থেমে থাকবে না।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন আরো বলেন, বিএনপির জিয়াউর রহমান হ্যা/না ভোটের প্রহসন করেছিলেন। মনে রাখতে হবে ভোট নিয়ে প্রথম জালিয়াতি আর জনগণের রায়কে ছিনতাই করে নেওয়া জিয়াউর রহমান শিখিয়েছিলেন। আজকে সেই বিএনপি ভোট নিয়ে কথা বলে। আজকে সেই বিএনপি ভোট কারচুপির কথা বলে। যে বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজে তাচ্ছিল্য করে বলেছিল ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নেই।’ তারা আজ নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবায়ক সরকার দাবি করছে। আর যারা সারারাত বিদ্যুৎ দেয়নি, সারাদিন বিদ্যুৎ বিহীন রেখেছিল বাংলার মানুষকে। বিদ্যুতের অভাবে পানির সেচ পাম্প চলেনি, ফসল পুড়ে গেছে, সারের অভাবে সফল উৎপাদন কম হয়েছে। সেই বিএনপি, তার পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলেন। এটা কিন্তু একেবারে সাজে না, মানায় না। চোরের মায়ের বড় গলা‘র মতো অবস্থা বিএনপির।
সম্মেলনে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত সময়ে দেশকে বিদ্যুৎতে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। আজকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সংসার যেমন মায়েরা চালায়, সেভাবে পরিকল্পনা করে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, তারেক জিয়া লন্ডনে বসে আছে। দেশে আসার সাহস নাই। তারেক জিয়া লন্ডন থেকে বাংলাদেশ আসেন। অন্তত আওয়ামী লীগের কেউ আপনার গায়ে হাত দেবে না। আপনি আসেন, কারাগারে আপনাকে যেতে হবে, আপনার নামে অনেক মামলা আছে। বাংলার জনগণকে একত্রিত করেন, তারা রাজপথে স্লোগান দিক। তখন দেখা যাবে সরকারকে ক্ষমতা ছাড়তে হয় কিনা। শেখ হাসিনা ক্ষমতায় থেকে মানুষের উপকার করবেন, আর তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কোন কারণ ছাড়াই। এটা মামার বাড়ির আবদার। এমন কথা বললে আমরা মানি না, মানব না।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, পাগলও নিজের ভালো বোঝে। বাংলাদেশের মানুষ কি পাগল হয়েছে, যে ভালো থাকতে তাদের ভালো লাগছে না? তারা এখন খারাপ থাকতে চায় বিএনপির হাতে? যারা দেশ লুটেরা, জনগণের সম্পদ ধ্বংস করে, খুনি, তাদের সঙ্গে কোনদিন আপোস হবে না। বাংলাদেশের মানুষ বিএনপি নামের কোন দলকে আর কখনো ভোটে ক্ষমতায় আসতে দেবে না। অন্যকোন নামে আওয়ামী লীগ বিরোধী একটা গোষ্ঠী থাকতেই পারে। সোজা বাংলায় যাকে বলে বিএনপির আর খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই,।
সম্মেলনের উদ্বোধক ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
সম্মেলনের ১ম অধিবেশনে লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে আফতাব হোসেন ঝুলফু পুনরায় সভাপতি ও মোঃ রোকোনুল ইসলাম (লুলু) নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।