বৃহস্পতিবার, ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি এক দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার রাজশাহী আসবেন। সকাল পৌনে নয়’টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
সকাল সাড়ে নয়’টায় কৃষি মন্ত্রী শিল্পকলা একাডেমী অডিটরিয়াম, রাজশাহীতে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভূক্তি এবং অন্যান্য ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করবেন।
দুপুর আড়াই’টায় হোটেল গ্রান্ড রিভার ভিউ, রাজশাহীতে আয়োজিত ‘কৃষি সেক্টর রূপান্তরে বিনিয়োগ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করবেন। এদিন সন্ধ্যা পৌনে সাত’টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।