শুক্রবার, ১৯শে আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালিয়া। এ সময় তার সাথে ছিলেন চীফ এক্সিকিউটিভ অফিসার লুবনা।
এ সময় ছিলেন গোমস্তাপুর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার, গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ডাসকো ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা।
পরে তিনি কাশরইল লেদুপাড়া আদিবাসী পল্লীতে তাদের সাথে মতবিনিময় করেন এবং আদিবাসীদের নৃত্য উপভোগ করেন।